ফের স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি খুরশীদ আলম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১০ ১৮:১৪:২৬
পুনরায় দুই বছরের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হলেন অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। এর আগে ২০২০ সালের ২৩ জুলাই তিনি স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হিসেবে নিয়োগ পান।
মঙ্গলবার (১০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে ইতোপূর্বে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তিপত্রের শর্তাবলী অপরিবর্তিত রেখে পুনরায় সরকারের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করতে হবে।
এএ