মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সময় বাড়ল
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১০ ১৯:৩৫:২৬
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার সময়সীমা বাড়িয়েছে দেশটির সরকার। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ বাড়ানো হয়েছে। কর্মরত কোম্পানির মালিকদের মাধ্যমে রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় আবারও সুযোগ নিতে পারবেন শ্রমিকরা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুওন ইসমাইল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, বিদেশি কর্মীরা ‘রিক্যালিব্রেশন লেবার’ প্রোগ্রামের মাধ্যমে বৈধকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণের পাশাপাশি ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ প্রোগ্রামের মাধ্যমে অবৈধরা জরিমানা দিয়ে দেশে ফিরে যেতে পারবেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ ঘোষণার পর খুব শিগগিরই সরকার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন সরকারের এ ঘোষণায় ভিসা হয়নি এমন প্রবাসীদের মাঝে একধরনের স্বস্তি নেমে এসেছে। তবে জরিমানা বা অন্যান্য খরচ কত হবে–এ নিয়ে শঙ্কায় আছেন অনেকে। এই বৈধকরণ প্রক্রিয়ায় এবার বিদেশি গৃহকর্মীরাও অংশগ্রহণ করতে পারবেন।
২০২০ সালের ডিসেম্বর থেকে রিক্যালিব্রেশনের কর্মসূচি শুরুর পর এ পর্যন্ত ৪ লাখ ১৮ হাজার বিদেশি কর্মী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে প্রায় ২ লাখ ৯৫ হাজার ৪২৫ জন অবৈধ বিদেশি কর্মী নিজ দেশে ফিরে গেছেন।
এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার বলেন, ‘অনিবন্ধিত শ্রমিকদের বৈধকরণের সময়সীমা বাড়ানোর জন্য আমরা বিভিন্ন সময় এ দেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সময়সীমা বাড়ানোর সুপারিশ করি। আমাদের সুপারিশ আমলে নিয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনঃনিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে মালয়েশিয়া সরকার।’
এএ