ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের উপস্থিতিতে কম্বল বিতরণকে কেন্দ্র করে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে প্রতিপক্ষ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য জামাল খাঁ ও সাবেক সদস্য লিটন ব্যাপারীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি এক পর্যায়ে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়।
এ সময় ইট পাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে দুই পক্ষের আটজন গুরুতর আহত হয়। তারা বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ সময় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনকে বহনকারী গাড়িতে ব্যাপক ভাংচুর করা হয়। পরবর্তীতে পুলিশ প্রহরায় ও লালমোহন পৌরসভা থেকে আগত নেতাকর্মীদের সহায়তায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
সন্ধ্যার দিকে ধলীগৌরনগর ইউনিয়নের হাজিরহাটে কম্বল বিতরণ করার সময় ব্যাপক বিশৃঙ্খলা ও ধস্তাধস্তি হয়। স্থানীয়দের অভিযোগ, দুপুর থেকে তাদেরকে কম্বল দেওয়ার জন্য এনে বসিয়ে রাখা হয়েছে। এ সময় ৬০০-৭০০ লোককে আমন্ত্রণ জানানো হলেও কম্বল দেওয়া হয় ১৫০টি। এ নিয়ে ছিন্নমূল ও দরিদ্র মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। ক্ষোভের কারণে অনেকেই মঞ্চের চেয়ার বাড়িতে নিয়ে যান।
এ সব বিক্ষুব্ধ কেউ কেউ মিছিলের উদ্যোগ নিলে স্থানীয় নেতাকর্মীদের অনুরোধে তারা মিছিল করা থেকে বিরত থাকেন। উত্তেজিত জনতা ফকরুল হাং নামে সংসদ সদস্যের এক কর্মীকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ রাখে।
এএ