ভালো খবরের জন্য আরও অপেক্ষার পরামর্শ সিআইডির

প্রকাশ: ২০১৬-০৪-১০ ১৮:২২:৫১


Tanuকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলা তদন্তে সিআইডির একটি উচ্চ পর্যায়ের দল কুমিল্লা সেনানিবাস পরিদর্শন করেছে। সিআইডির ডিআইজি মো. মাহবুব মহসিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা সেনানিবাসে পৌঁছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে দুপুর আড়াইটার দিকে সেনানিবাসের ভেতর তনুর বাসায় গিয়ে তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা তনুর স্বজনদের সমবেদনা জানান। ডিআইজিসহ সিআইডির অন্যান্য কর্মকর্তারা সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করেন। পরে তনুর বাবা ইয়ার হোসেন সাংবাদিকদের বলেন, সিআইডির কর্মকর্তারা সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন।

এ সময় সিআইডির পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান, মামলার তদন্তকারী কর্মকর্তা গাজী ইব্রাহিমসহ সিআইডি ঢাকা ও কুমিল্লার অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর বিকালে সিআইডির এ দলটি কুমিল্লা সিআইডি কার্যালয়ে বৈঠক করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান জানান, মামলার তদন্তে অগ্রগতি হচ্ছে। একটি ভাল খবরের জন্য সবাইকে আরও অপেক্ষা করতে হবে।