৪ শতাংশ বাড়তে পারে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১১ ১০:৪৫:৪৬
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জিরো কভিড-১৯ থেকে সরে আসছে চীন। ধারাবাহিকভাবে বিভিন্ন বিধিনিষেধ উঠিয়ে নিচ্ছে দেশটি। চীনসহ সারা বিশ্বে বিধিনিষেধ শিথিলের এ ধারা অব্যাহত থাকলে চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা লক্ষণীয় মাত্রায় বাড়ার সম্ভাবনা রয়েছে। অ্যান্ডুরান্ড ক্যাপিটাল ম্যানেজমেন্ট এমনটা জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, এ বছর অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা দৈনিক প্রায় ৪০ লাখ ব্যারেল বা ৪ শতাংশ করে বাড়ার প্রাক্কলন করা হয়েছে।
অ্যান্ডুরান্ড ক্যাপিটাল ম্যানেজমেন্টের হেজ ফান্ড ম্যানেজার পিয়েরে অ্যান্ডুরান্ড বলেন, চীন যদি পুরোপুরিভাবে জিরো কভিড-১৯ থেকে সরে আসে, তবে জ্বালানি তেলের চাহিদা প্রবৃদ্ধি কোন পথে যাবে? যদি চাহিদা প্রবৃদ্ধিতে গতি ফিরে আসে, তবে এ বছর তা নিশ্চিতভাবে দৈনিক ৪৬ লাখ ব্যারেল করে বাড়বে, যা বেশির ভাগ বিশ্লেষকের প্রত্যাশিত দৈনিক ১০-২০ লাখ ব্যারেলের চেয়ে অনেক বেশি। সর্বোপরি এ বছরের কোনো এক সময় জ্বালানি তেলের চাহিদায় ৩-৪ শতাংশ প্রবৃদ্ধি দেখা যেতে পারে। এ বছর বিশ্বজুড়ে অনেক বিদ্যুৎকেন্দ্র প্রাকৃতিক গ্যাস থেকে জ্বালানি তেলে স্থানান্তরিত হতে পারে বলে মনে করছেন তিনি। বিষয়টিও চাহিদা প্রবৃদ্ধিকে গতিশীল করতে বড় ভূমিকা রাখবে।
এনজে