গৌরনদীতে বাস-মাহিন্দ্রার সংঘর্ষ, চালক নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-১১ ১২:০৭:১২
যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই মাহিন্দ্রার যাত্রী শাহাদাত হোসেন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা গাইনেরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত মাহিন্দ্রাচালক হোসেন সরদার (২০) বরিশালের গৌরনদী পৌর এলাকার কসবা মহল্লার বাসিন্দা।
আজ বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ঢাকাগামী অজ্ঞাত বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চালক হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
এম জি