শাহবাগে ‘সতর্ক পাহারায়’ ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১১ ১৪:২৫:১৭
রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে বিএনপিসহ কয়েকটি সরকারবিরোধী দল ও জোটের গণমিছিলের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘সতর্ক পাহারা’ বসিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। রাজনৈতিক অপশক্তির নৈরাজ্য সৃষ্টি বন্ধে তাদের এ অবস্থান বলে জানিয়েছেন তারা।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে এদের সঙ্গে যোগ দেন ইডেন কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সংগঠনটির বিভিন্ন শাখার নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির নেতাকর্মীদের জামায়াত-বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ছাত্রলীগের এ অবস্থান থাকবে বিকেল ৩টা পর্যন্ত।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আমরা আজকে এখানে অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ ও পেট্রোল বোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মডেলে পরিণত হয়ে উন্নত দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশে-বিদেশে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। পঁচাত্তরের ঘাতকদের দ্বারা প্রতিষ্ঠিত সেই বিএনপি-জামায়াতের নেতৃত্বে উন্নয়নকে বাধাগ্রস্ত করে এ দেশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। গণঅবস্থানের নামে যদি গণহয়রানির চেষ্টা করা হয়, তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক অব্যাহত অগ্রযাত্রাকে নস্যাৎ করার পাঁয়তারা করছে বিএনপি-জামায়াত। তাদের মোকাবিলা করার বিষয়টি ছাত্রসমাজ নৈতিক দায়বদ্ধতা বলে মনে করে। সেই জায়গা থেকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখা, নিজেদের ভবিষ্যৎকে নিরাপদ রাখার স্বার্থে ছাত্রসমাজ অপশক্তিকে প্রতিরোধের জন্য সতর্ক অবস্থান নিয়েছে।
আই এইচ