কমিউনিটি ব্যাংক-গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১১ ২১:৩২:৩৪


কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ‘প্রতিশ্রুতি স্টুডেন্ট অ্যাকাউন্ট’ নামে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট চালু করেছে। এই ‘প্রতিশ্রুতি স্টুডেন্ট অ্যাকাউন্ট’-এর বিমা কভারেজ সংক্রান্ত বিষয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করে।

সম্প্রতি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিহুল হক চৌধুরী এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এই ’প্রতিশ্রুতি স্টুডেন্ট অ্যাকাউন্ট’ ৬ থেকে ১৮ বছরের কম বয়সী স্কুল এবং কলেজগামী শিক্ষার্থীদের জন্য। এতে স্বাস্থ্য ও জীবন বিমা কভারেজ সুবিধাসহ বিশেষ মুনাফা হার সুবিধা রয়েছে। তা ছাড়া এতে কোনো সার্ভিস চার্জ বা ফি নেই।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মসিহুল হক চৌধুরী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে চাই এবং এই অ্যাকাউন্ট তাদের ভবিষ্যতে সঞ্চয়ের জন্য অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার এস এম মঈনুল কবীরসহ ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্যাংকসুরেন্স আহমেদ ইশতিয়াক মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট ব্যাংকসুরেন্স মাশফিকুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ব্যাংকসুরেন্স সামীউর রহমান মেহেদী।

এএ