চট্টগ্রামে বিপিএলের টিকিট বিক্রি শুরু আজ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১২ ১৩:৩৭:৫৯


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নবম আসরের খেলা শুরু হয়েছে গত ৬ জানুয়ারি। ইতোমধ্যে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেছে ৮টি খেলা। এবার আগামী ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত আসরের বাকি খেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ঢাকার মতো চট্টগ্রামেও ম্যাচের আগের দিন থেকে নির্দিষ্ট ম্যাচের টিকিট পাওয়া যাবে। টিকিট কেনা যাবে দুটি ভেন্যুতে। গতকাল বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিট বিক্রির এসব তথ্য জানিয়েছে।

টিকিট পাওয়ার বিষয়ে বিসিবি জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিআইটিএসি চত্বরের সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টারে বুথ খোলা থাকবে। টিকিট পাওয়া যাবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। একই ভাবে প্রতি খেলার টিকিট পাওয়া যাবে এ দুই স্থানে। প্রতিদিন এক টিকিটেই দেখা যাবে দুটি ম্যাচ।

এছাড়া ঢাকার মতই চট্টগ্রামেও সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে একেকটি টিকিট কেনা যাবে। এই মূল্যে টিকিট মিলবে ওয়েস্টার্ন স্ট্যান্ডের। এছাড়া ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ৩০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১ হাজার টাকা, রুফ টপ হসপিটালিটি দেড় হাজার টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট দেড় হাজার টাকায় কেনা যাবে। চট্টগ্রাম পর্বে খেলতে ইতিমধ্যে ঢাকা থেকে পাড়ি জমিয়েছে। আগামী ১৩ জানুয়ারি প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল।

এম জি