ভিডিও কলে স্ত্রীর আত্মহত্যা, আটক স্বামী
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-১২ ১৪:০৮:২৮
স্বামীকে ভিডিও কলে রেখে আঞ্জুমানারা আঁখি (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জনুয়ারি) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, বুধবার (১১ জানুয়ারি) রাতে ডেমরার ভুট্টু চত্বর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মরগে নিয়ে আসে পুলিশ।
জানা গেছে, রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে পাশের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন আখি। পরে ভেতর থেকে তিনি ভিডিও কলে স্বামীকে রেখে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ অবস্থা দেখে দরজা ভেঙে স্ত্রীকে ফ্যান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে আখিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
পরে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সাইফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এম জি