এক্সিম ব্যাংকের আয় কমেছে ২২%

প্রকাশ: ২০১৬-০৪-১১ ১২:৫৭:৪৮


Exim Bankপুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ২২ দশমিক ৯১ শতাংশ। আয়ের সঙ্গে কমেছে শেয়ার প্রতি সম্পদ মূল্যও (এনএভি)।

কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

পর্যালোচনায় দেখা গেছে,  আলোচিত হিসাব বছরে  এক্সিম ব্যাংক শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল ১ টাকা ৯২ পয়সা। এ হিসাবে আলোচিত বছরে কোম্পানির আয় কমেছে ৪৪  পয়সা বা ২২ দশমিক ৯১ শতাংশ।

এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্যও কমেছে । আলোচিত বছরে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল ১৭ টাকা ৯০ পয়সা। এ হিসাবে কোম্পানিটির এনএভি বেড়েছে  ১১ পয়সা বা  দশমিক ৬১ শতাংশ।