যুক্তরাজ্য-জাপান প্রতিরক্ষা চুক্তি সই
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১২ ১৮:১৫:৪০
যুক্তরাজ্যের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে জাপান। বুধবার (১১ জানুয়ারি) টাওয়ার অব লন্ডনে নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জাপানের ‘শান্তি সংবিধান’ ত্যাগ ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যে এ চুক্তি
স্বাক্ষর হলো।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস বুধবারের এ চুক্তিকে গত একশ বছরেরও বেশি সময়ের মধ্যে দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি’ বলে অভিহিত করেছে। আল জাজিরার প্রতিবেদন মতে, এ চুক্তির অধীনে উভয় দেশ সেনা প্রশিক্ষণ ও সামরিক অভিযানের জন্য একে অপরের মাটি ব্যবহার করতে পারবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত ৭৭ বছর ধরে মানুষ জাপানকে শান্তিকামী বলেই জেনে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে জাপান সামরিকায়ন প্রক্রিয়া দ্রুততর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ২৩ ডিসেম্বর নতুন বছরের এপ্রিল থেকে শুরু হতে যাওয়া অর্থবছরের জন্য জাপানি মুদ্রায় ১১৪ দশমিক ৪ ট্রিলিয়ন ইয়েন বা ৮৬৩ বিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব করেছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
শুধু তাই নয়, নতুন জাতীয় নিরাপত্তা কৌশল অনুমোদন করেছে জাপান। এটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিরক্ষা খাতে দেশটির সবচেয়ে বড় পরিবর্তন বলে মনে করা হচ্ছে। নতুন এ নিরাপত্তা কৌশলের আওতায় সামরিক ব্যয় ব্যাপকভাবে বাড়ানোর কথা বলা হয়েছে।
জাপানের ব্যাপক সামরিকায়নে একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে প্রধানমন্ত্রী কিশিদা সরকার। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে নানা প্রতিরক্ষা চুক্তি করছে। যুক্তরাজ্যের সঙ্গে বুধবারের প্রতিরক্ষা চুক্তির বিষয়টি গত বছরের মে মাসেই চূড়ান্ত হয়।
কিশিদার সফরে বিষয়টি পাকাপোক্ত হলো। এর আগে গত মাসেই ইতালি ও যুক্তরাজ্যের সঙ্গে একটি সামরিক চুক্তি করেছে জাপান। চুক্তি অনুযায়ী, তিন দেশের যুদ্ধবিমান প্রযুক্তির মিশ্রনে নতুন যুদ্ধবিমান তৈরি করা হবে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সাত শিল্পোন্নত দেশের জোট জি-৭-এর পাঁচটি দেশ সফর করবেন তিনি। বিবিসির প্রতিবেদন মতে, যুক্তরাজ্য থেকে কিশিদার পরবর্তী যাত্রা বিরতি হবে কানাডা ও যুক্তরাষ্ট্রে। শুক্রবার (১৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের মাধ্যমে তার জি-৭ সফর শেষ হবে।
জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইচকে জানায়, সপ্তাহব্যাপী সফরের তৃতীয় ধাপে কিশিদা স্থানীয় সময় মঙ্গলবার (১০ জানুয়ারি) বিমান পথে লন্ডনে যান। এর আগে তিনি ফ্রান্স ও ইতালি সফর করেন। মে মাসে জাপানের হিরোশিমা শহরে জি-৭ শীর্ষ সম্মেলন আয়োজনের আগে কিশিদার এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (১১ জানুয়ারি) কিশিদা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে সাক্ষাত করেন। এসময় ইউক্রেনের সংঘাত ও খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে থাকায় জি-৭ সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
এএ