নয় মাস পর টেকনাফ-সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-১৩ ১২:৩২:১৩
দীর্ঘ সাড়ে নয় মাস বন্ধ থাকার পর টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে দমদমিয়া জেটি ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে এমভি পারিজাত ও এমভি রাজহংস নামের দুটি জাহাজ ছেড়ে যায়। জাহাজ দুটিতে যাত্রী ছিলো ৬১০ জন।
জাহাজ মালিক সমিতির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, পর্যটকদের পরিবেশ সুরক্ষা সচেতনতা নিশ্চিত করা হয়েছে এবং পর্যটকদের শতভাগ আনন্দিত করায় আমাদের মূল লক্ষ্য, প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাই।
দীর্ঘদিন ধরে বন্ধ ছিল টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল। মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ ও নদীর নাব্যতা সংকটের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল।
২০২২ সালের ৩০ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ হয়। সাড়ে ৯ মাস পর খুললো এই নৌরুট।