বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান পরিবর্তনে কাজ করবে: গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০১-১৩ ১৬:০৭:৪৫
ক্ষমতায় গেলে বিএনপি সংবিধান পরিবর্তনে কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টারস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
গয়েশ্বর চন্দ্র বলেন, যারা সংবিধান তৈরি করেছেন, তাদের সংবিধান তৈরি করার কোনো অধিকার ছিল না।
গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, বর্তমানে দেশে তীব্র প্রতিহিংসার রাজনীতি চলছে। সাধারণ মানুষের ওপর নির্যাতনই প্রমাণিত করে এ সরকার ফ্যাসিবাদী সরকার।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা জানান, সরকার পরিবর্তন ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব না। আগামীতে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এম জি