মন্দার কারণে হিসাব-নিকাশ করে চলছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১৪ ১৪:৩৭:২১


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৪ বছরে মানুষের জীবনযাত্রা ও অবকাঠামোখাতে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার; যা অনেকেই স্বীকার করতে চান না। করোনার পরে বিশ্বমন্দার মাঝে মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার ভর্তুকি দিচ্ছে। নিজের পায়ে দাঁড়ানোর কথা চিন্তা করতে হবে। মন্দার কারণে সরকার অনেক হিসাব-নিকাশ করে চলছে।

তিনি বলেন, দুর্নীতি নিয়ে যারা কথা বলেন, তাদের অনেকে নিজেরাই দুর্নীতিগ্রস্ত।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এ মন্তব্য করেছেন তিনি।

প্রধানমন্ত্রী দাবি করেন, আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দেয়, তা পালন করে। প্রতিশ্রুতি দিয়ে কাজ করা হচ্ছে বলেই জনগণ তার সুফল পাচ্ছে। আর ক্ষমতায় এসে গবেষণায় জোর দেয়ার ফলেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ বলেও সভায় মন্তব্য করেন শেখ হাসিনা।

সরকারপ্রধান জানান, দেশে এতো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে যাতে, কারো বেকার থাকার সুযোগ নেই। সবাইকে নিজের পায়ে দাঁড়ানোর কথা চিন্তা করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

এম জি