ভোমরায় শুকনা মরিচ আমদানি কমেছে ১২০০ টন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৫ ০৯:১৯:১৯
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি লক্ষণীয় মাত্রায় কমেছে। এলসি জটিলতায় ব্যবসায়ীরা আমদানি করতে পারছেন না। এছাড়া ভারতে মসলা পণ্যটির সরবরাহ কমে যাওয়াকেও এক্ষেত্রে দায়ী করছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের তথ্য বলছে, জুলাই-ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় অন্তত ১ হাজার ২০০ টন কম শুকনা মরিচ আমদানি হয়েছে। তবে চলতি মাস থেকে আমদানি বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।
এদিকে বাজারে দেশীয় শুকনা মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে। আড়তদার ও পাইকাররা জানান, গত মাসের তুলনায় প্রতি কেজি অন্তত ৪০-৪৫ টাকা কম দামে বিক্রি হচ্ছে।
ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা বিভাগ থেকে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাস অর্থাৎ জুলাই-ডিসেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছে ১৩ হাজার ৬৪০ টন। যার মূল্য ৩৪২ কোটি ৮৭ লাখ টাকা। পণ্যটি আমদানি বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ৩৪ কোটি ২৯ লাখ টাকা।
সূত্রটি আরো জানিয়েছে, গত অর্থবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে শুকনা মরিচ আমদানি হয়েছিল ১৪ হাজার ৮৪২ টন। যার মূল্য ছিল ২০৮ কোটি ৭৭ লাখ টাকা। যেখান থেকে রাজস্ব আয় হয়েছিল ২১ কোটি ১৭ লাখ টাকা। সে হিসাবে চলতি অর্থবছর পণ্যটির আমদানি কমেছে ১ হাজার ২০২ টন।
এনজে