মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে সালমান এফ রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১৫ ১০:১২:৪৯


দু’দিনের সফরে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

রোববার (১৫ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত এ বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও মার্কিন দূতাবাসের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে তার এই সফরে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

দু’দিনের সফরে সরকারি-বেসরকারি পর্যায়ে বৈঠকের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে তার। এছাড়াও, শ্রম ও মানবাধিকার বিষয়ে দৃষ্টিভঙ্গি শোনার জন্য মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন ডোনাল্ড লু।

এম জি