নেপালে বিমান বিধ্বস্ত: ৬৮ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৬ ১০:১৩:৫৭


নেপালের কাস্কি জেলার পোখারায় ৭২ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু বাকি চারজনের এখনও খোঁজ মেলেনি।

রোববার (১৫ জানুয়ারি) উদ্ধার কার্যক্রম স্থগিত করা হলেও আজ আবার শুরু হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ইয়েতি এয়ারলাইন্সের প্লেনটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু পুরোনো বিমানবন্দর ও নতুন পোখারা বিমানবন্দরের মাঝামাঝিতে প্লেনটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬৮ যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিল। এরমধ্যে ১৫ জন বিদেশি নাগরিক ও ছয় শিশু রয়েছেন।

১৫ জন বিদেশি নাগরিকের মধ্যে পাঁচজন ভারতীয়, চারজন রুশ, দুইজন কোরিয়ান এবং একজন করে আর্জেন্টিনা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক ছিলেন।

এ ঘটনায় নেপাল সরকার পাঁচ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে।

এম জি