মেক্সিকোকে এক ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৬ ১০:৫২:১০


কাতার বিশ্বকাপে সমর্থকদের কাণ্ডে শাস্তির মুখে পড়তে হলো মেক্সিকোকে। বিশ্বকাপ ম্যাচ চলাকালে সমর্থকদের সমকামী শ্লোগানের কারণে মেক্সিকো ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএমএফ) আর্থিক জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

বিশ্বকাপের গ্রুপ পর্বে পোল্যান্ড ও সৌদি আরবের বিপক্ষে ম্যাচ চলাকালে গ্যালারিতে সমকামীর পক্ষে মেক্সিকোর সমর্থকদের গান গাইতে দেখা যায়। কয়েক সপ্তাহের নীরবতা ভেঙে অবশেষে এফএমএফকে ১ লাখ ৮ হাজার ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশী মুদ্রার যার পরিমাণ ১ কোটি ১২ লাখ ১৪ হাজার ৬৫৫ টাকা।

এক বিবৃতিতে ফিফা জানায়, ‘ডিসিপ্লিনারি কমিটি মেক্সিকান ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানা এবং তাদের পুরুষ জাতীয় দলকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ফিফার অনুচ্ছেদ ১৩ লঙ্ঘনের অপরাধে জন্য তাদের এই শাস্তি দেওয়া হলো।’

এফএমএফের পাশাপাশি, ইকুয়েডরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, সার্বিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং ক্রোয়েশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকেও ফিফার শৃঙ্খলাবিধির ১৩ অনুচ্ছেদ লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে।

এম জি