মুফতি কাজী ইব্রাহীমের ১ বছর ৩ মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১৬ ১৬:১১:৩৫
রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানায় হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইসলামি বক্তা মুফতি কাজী মো. ইব্রাহীম দোষ স্বীকার করেছেন। দোষ স্বীকার করায় তাকে এক বছর তিন মাস ১৯ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক একেএম জুলফিকার হায়াত এ আদেশ দেন।
অভিযোগ গঠনে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় আদালত গ্রেফতারের পর থেকে এ পর্যন্ত কারাগার ভোগকে সাজা প্রদান করেন আদালত।
এম জি