সেরা শিক্ষকের পুরস্কার পেলেন অধ্যাপক মাহবুব আলী
প্রকাশ: ২০১৬-০৪-১১ ২১:০৫:১০
ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ‘সেরা বিদেশি’ শিক্ষকের পুরস্কার পেয়েছেন। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সম্মেলনে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
পশ্চিমবঙ্গের জ্যোতির্ময় স্কুল অব বিজনেস, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টিচার্স ট্রেনিং এবং চীনের কুনমিং বিশ্ববিদ্যালয়ের যৌথ অংশগ্রহণে ৯-১০ এপ্রিল অনুষ্ঠিত ‘গ্লোবালাইজিং টিচার এডুকেশন-এজেন্ডা ফর অ্যাকশান’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অধ্যাপক মাহবুব আলীকে সম্মানজনক এই পুরস্কার দেয়া হয়। তার হাতে এই পুরস্কার তুলে দেন জ্যোর্তিময় শিক্ষা এবং উন্নয়ন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. প্রার্থ সারাথি।
সানবিডি/ঢাকা/আহো