এনার্জিপ্যাককে নতুন করে আসতে হবে
প্রকাশ: ২০১৬-০৪-১২ ১০:২০:০২
শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)। আইনি জটিলতা এড়াতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি নিজের দেওয়া অনুমোদন বাতিল করেছে। কোম্পানিটিকে বাজারে আসতে হলে নতুন করে প্রক্রিয়া করতে হবে। ফের আবেদন জমা দিতে হবে বিএসইসির কাছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৫ জানুয়ারি বিএসইসির কমিশন সভায় এনার্জিপ্যাকের আইপিও অনুমোদন দেওয়া হয়। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা দরে ১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার শেয়ার ইস্যুর অনুমোদন পায়। এর মাধ্যমে বাজার থেকে ৪১ কোটি ৮২ লাখ টাকা সংগ্রহ করার কথা ছিল।
নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নিজের অসতর্কতা ও দায়িত্বহীনতার কারণে এনার্জিপ্যাকের আইপিও অনুমোদন নিয়ে আইনি জটিলতার মুখে পড়ে। সংস্থাটি বিদ্যমান আইন সংশোধন করেও পুরনো আইনে এনার্জিপ্যাকের আইপিও অনুমোদন করে।
উল্লেখ, গত বছরের ডিসেম্বর মাসে পাবলিক ইস্যু রুলস, ২০০৬ সংশোধন করে বিএসইসি। এই সংশোধনীর মাধ্যমে আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়। এর মধ্যে প্রধান পরিবর্তনটি হচ্ছে-ফিক্সড প্রাইস মেথডে (কোম্পানির প্রস্তাবিত দর) প্রিমিয়ামে কোনো কোম্পানির আইপিও অনুমোদন না করা। কোনো কোম্পানি আইপিওতে প্রিমিয়াম চাইলে সেটিকে বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে আসতে হবে।
জানা গেছে, গত বছরের ২৮ ডিসেম্বর পাবলিক ইস্যু রুলসের সংশোধনীর গেজেট প্রকাশ করে বিজি প্রেস। আর চলতি বছরের ৫ জানুয়ারি বিকেলে সেটি বিএসইসির হাতে পৌঁছায়। সেদিন দুপুরেই অনুমোদন পায় এনার্জিপ্যাকের আইপিও। ফলে নিজের করা আইন লংঘনের অভিযোগ উঠে বিএসইসির বিরুদ্ধে। সমালোচনার মুখে বিএসইসি প্রথমে এনার্জিপ্যাকের আইপিওটি পর্যালোচনার কথা জানায়। গত সপ্তাহে সেটি বাতিলই করে দেয়।