ইষ্টার্ন কেবলস এমডির ‘মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড’ অর্জন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২৩-০১-১৬ ২৩:২৩:০০


পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইষ্টার্ন কেবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদকে ‘মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করা হয়েছে। ব্যবসা, বাণিজ্য এবং সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, বৈদ্যুতিক কেবলস উৎপাদনকারী রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠানটির বিগত তিন অর্থবছরে (২০১৮- ১৯, ২০১৯-২০ ও ২০২০-২১) ধারাবাহিকভাবে ১২.৪২, ১৬.৯২ ও ১২.২০ কোটি টাকা লোকসান হয়। এ অবস্থা হতে উত্তরণের লক্ষ্যে গত ২০২১ সালের ১৮ মে প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল কালাম আজাদকে দায়িত্ব প্রদান করা হয়। বর্তমান দক্ষ ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ বিশেষ করে বিএসইসি ও কোম্পানি বোর্ডের চেয়ারম্যান মো: শহীদলু হক ভূঁঞা, এনডিসি এর আন্তরিক সহযোগিতার ফলে প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থার পরিবর্তন হতে শুরু করে।

ওভারহেড ব্যয় হ্রাস, জনবল সুষমীকরণ, প্রতিষ্ঠানের দীর্ঘদিনের পুরাতন উৎপাদিত পণ্যের তালিকা প্রণয়ন ও বিক্রয়ের ব্যবস্থা, বিভিন্ন মিডিয়ায় পণ্যের ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণা, সরকারি ও বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠানে অব্যাহতভাবে সরাসরি যোগাযোগ প্রভৃতি ব্যবসা বান্ধব কার্যক্রম শুরু করেন। ফলসরূপ প্রতিষ্ঠানটি তিন বছর পর ২০২১-২০২২ অর্থবছরে লোকসান কাটিয়ে ০.৮৫ কোটি টাকা মুনাফা অর্জন ও রাষ্ট্রীয় কোষাগারে ১১.৩২ কোটি টাকা জমা প্রদানে সক্ষম হয়েছে।

এছাড়া তাঁর বহুমাত্রিক প্রচেষ্টার কারণে চীনের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি)-এ ২০২২ এর মে মাসে ৫.২৪ লক্ষ ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। পণ্যের গুনগত মান ভালো হওয়ায় পরবর্তীতে সিএনটিআইসি আরো ৪২ লক্ষ ইউএস ডলারের রপ্তানি চুক্তি স্বাক্ষর সম্পাদন করেছে। চুক্তি অনুযায়ী প্রথম লটের জন্য ১০.৫০ লক্ষ ইউএস ডলারের এলসি ইতোমধ্যে পাওয়া গেছে এবং তদানুযায়ী উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইতোমধ্যে প্রতিষ্ঠানটির অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীর দীর্ঘদিনের বকেয়া পাওনা প্রায় ৪ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বর্তমানে ইষ্টার্ন কেবলস লিমিটেড এ সকল শ্রমিক-কর্মচারির মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশ উৎপাদন ও বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ