অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৭ ১০:৫৫:৪০


গত বছর উইম্বলডনে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা নিষিদ্ধ ছিলেন। কিন্তু এবারের অস্ট্রেলিয়ান ওপেনে নিরপেক্ষ পতাকাতলে তাদের খেলতে দেওয়া হয়েছে। কিন্তু সোমবার প্রথম দিনের ম্যাচে কোর্টের পাশে রাশিয়ান পতাকা উড়তে দেখা গেছে। ইউক্রেন অ্যাম্বাসেডরের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার চলমান অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ করলো আয়োজকরা।

সোমবার ইউক্রেনের ক্যাটেরিনা বাইন্ডলের প্রথম রাউন্ডের ম্যাচ চলছিল। ওই সময় কোর্টের পাশের একটি ঝোপে ঝুলতে থাকা রাশিয়ান পতাকার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অবস্থিত ইউক্রেনের অ্যাম্বাসেডরে ভাসিল মিরোশনিচেঙ্কো।

টুইটারে তিনি লেখেন, ‘আজ অস্ট্রেলিয়ান ওপেনে ইউক্রেনিয়ান টেনিস খেলোয়াড় ক্যাটেরিনা বাইন্ডলের খেলা চলাকালে প্রকাশ্যে রাশিয়ান পতাকার প্রদর্শনের তীব্র নিন্দা জানাচ্ছি। আমি দ্রুত টেনিস অস্ট্রেলিয়াকে ‘নিরপেক্ষ পতাকা’ নীতি প্রয়োগের আহ্বান করছি।’

এম জি