টস জিতে বোলিংয়ে খুলনা
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৩-০১-১৭ ১৫:৪৩:৩৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবম আসরে এখনো জয়ের মুখ দেখেনি খুলনা টাইগার্স। তিন ম্যাচের সবকটিতে হেরে যায় ইয়াসির রাব্বির দল। জয়ের খোঁজে নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে খুলনা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা। এদিন রংপুর রাইডার্সের হয়ে টস করতে মাঠে আসেন পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক।
আঙুলের চোটের কারণে এই ম্যাচে বিশ্রাম রংপুরের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান। এতে একাদশে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। এদিকে দারুণ ফর্মে থাকা রবিউল হকের পরিবর্তে একাদশে এসেছেন পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ।
আর ব্যাটিং শক্তি বাড়িয়েছে খুলনা। একাদশে জায়গা পেয়েছেন মুনিম শাহরিয়ার ও মাহমুদুল হাসান জয়।
খুলনা টাইগার্স
ইয়াসির আলী চৌধুরী (অধিনায়ক), তামিম ইকবাল, মুনিম শাহরিয়ার, আজম খান (উইকেটকিপার), আমাদ বাট, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ, পল ফন মিকেরেন ও মাহমুদুল হাসান জয়।
রংপুর রাইডার্স
নাঈম শেখ, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ, রাকিবুল হাসান, শোয়েব মালিক (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ ও আজমতউল্লাহ ওমরজাই।
এম জি