বিশ্বে করোনায় আরও ৯৯৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৮ ০৯:৫২:৩৩
গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৫৭৯। সুস্থ হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ৯৭৪ জন।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৮ লাখ ৩৬ হাজার ২৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৩৩ হাজার ৩৪১ জনের। এ সময় সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৫২৭ জন।
আগের ২৪ ঘণ্টায় মঙ্গলবার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৫০ হাজার ৩৪৯ জনে। আর মারা যান ৯৬২ জন এবং সুস্থ হয়েছেন ৮২ হাজার ৯৫২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ৩৫৭ জন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৭৬ জন এবং মারা গেছেন ১১৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৯৯ জন এবং মারা গেছেন ৩০ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৭৩ জন এবং মারা গেছেন ১৩০ জন। ফ্রান্সে ৯৯, রাশিয়ায় ৪৫, তাইওয়ানে ৩০, হংকংয়ে ৪৬, মেক্সিকোতে ১০ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এম জি