উত্থানে ফিরেছে পুঁজিবাজার
প্রকাশ: ২০১৬-০৪-১২ ১২:৩৮:৫৬
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে পুঁজিবাজারে। গতকালের পতন কাটিয়ে আজ দুই বাজারেই সূচকের ঊর্ধ্বগতি রয়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টি কোম্পানির। আর দর কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪২০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৪ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬০২ পয়েন্টে।এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
সানবিডি/ঢাকা/এসএস