চিলাহাটিতে মিতালী-রূপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-১৮ ১২:৪৩:৩৭


নীলফামারীর ডোমারের চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে চিলাহাটি রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।

আহদের মধ্যে রূপসার লোকোমাস্টার নাজমুল হক ও মিতালী এক্সপ্রেসের সহকারী লোকোমাস্টার মাজেদুর রহমানের নাম জানা গেছে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এম জি