আতিউরসহ ৫ জনের বিরুদ্ধে হাইকোর্টে রুল

প্রকাশ: ২০১৬-০৪-১২ ১২:৫১:০৬


BBবাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একাউন্ট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরির ৮০০ কোটি টাকা কেন ফেরত আনার নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি করে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল এক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন ড. মো. ইউনূস আলী আকন্দ। বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন আজমানুল হোসেন কিউসি। সরকারের ছিলেন অ্যাটর্নি জেনারেল।

স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও অর্থমন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং বর্তমান গভর্নরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সানবিডি/ঢাকা/বিএম/এসএস