সরকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসা উচিৎ: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১৮ ১৪:৫১:১০
র্যাবের ওপর নয়, সরকারে ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসা উচিৎ। কারণ, সরকারের নির্দেশেই সব অপকর্ম করা হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অভিযোগ করেন, মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে দেশে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে আওয়ামী লীগ।
বিএনপি মহাসচিব বলেন, সরকার বিএনপিকে নানা ধরনের উসকানি দিচ্ছে। আর ধৈর্য্য থরে পরিস্থিতি মোকাবেলা করছে বিএনপি। বিএনপি কোনো উসকানির ফাঁদে পা দেবে না বলে জানান মির্জা ফখরুল।
এম জি