দর বৃদ্ধির শীর্ষে আমরা নেটওয়ার্কস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৮ ১৬:২২:২৯


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আমরা নেটওয়ার্কস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৮৮৭ বারে ৫২ লাখ ৯৮ হাজার ৭৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ কোটি ১৯ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সাইনুকুর সিরামিকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৪১ শতাংশ । কোম্পানিটি ৪ হাজার ৮০৮ বারে ৭৯ লাখ ৩৭ হাজার ৮১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৯৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৮২ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ১৬৫ বারে ১০ লাখ ৮০ হাজার ৭৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী ব্যাংক বাংলাদেশের ৩.৬৩ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৩.১৮ শতাংশ, কে এ্যান্ড কিউয়ের ২.৮৪ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২.৭১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ২.৪৭ শতাংশ, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ২.৩৬, ঢাকা ইন্স্যুরেন্সের ২.১৫শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস