টুইটারের আয় কমেছে ৪০ শতাংশ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৮ ১৬:২১:৪১
এক বছরে টুইটারের আয় কমেছে প্রায় ৪০ শতাংশ। ইলন মাস্কের যে বড় অঙ্কের ঋণ পরিশোধ করার কথা ছিল, তা শোধ করা এখনও বাকি।
রয়টার্সের পক্ষ থেকে এ নিয়ে একটি টুইটও করা হয়েছে।
তার আগেই টুইটারের আয় কমার খবরে বহু টুইটার কর্মী উদ্বেগে রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
সম্প্রতি টুইটারের সিঙ্গাপুরের সদর দপ্তর বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন ইলন মাস্ক। কর্মীদেরও বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়। এতেই প্রশ্ন উঠেছিল, এশিয়ায় টুইটারের সদর দপ্তর কি বন্ধ হওয়ার মুখে? যদিও সে বিষয়ে টুইটারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
যেভাবে অফিস ছাড়ার নোটিশ দেওয়া হয়, তাতে কর্মীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। জল্পনা তৈরি হয়েছিল, ইলন মালিকানা নেওয়ার পর কি তাহলে লাভের মুখ দেখছে না মাইক্রোব্লগিং সাইট? সেই জল্পনা যে অনেকটাই সত্য, তারই প্রমাণ পাওয়া গেল রয়টার্সের সংবাদ থেকে।
এদিকে, টুইটারের মালিক বদল হওয়ার পর থেকেই নানা টানাপড়েন চলছে সান ফ্রান্সিসকোর এই সংস্থায়। অনেকের চাকরি গেছে। ভারতেও অনেকে চাকরি হারিয়েছেন। একই সঙ্গে বদল এসেছে টুইটারের নীতি এবং চালনা পদ্ধতিতেও।
এম জি