গাজীপুরে সড়কে ঝড়লো বাবা-মেয়েসহ ৩ জনের প্রাণ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-১৯ ০৯:৫২:৪৩


গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার বদনীভাঙ্গা এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্রীপুরের মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি এলাকার বাসিন্দা বাবুল মিয়া (৩০), তার মেয়ে নুসরাত (৬) ও শাশুড়ি বাছিরন (৫৫)।

এ ব্যাপারে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন মানিক বলেন, শ্বশুরবাড়ি থেকে মেয়ে ও শাশুড়িকে নিয়ে মোটরসাইকেলে করে নিজের বাড়ি যাচ্ছিল বাবুল মিয়া। বদনীভাঙ্গা চুক্কাবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাশুড়ি নিহত হন। গুরুতর আহত হন বাবুল মিয়া ও তার মেয়ে নুসরাত। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মেয়ে নুসরাত ও ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাহালে নেওয়ার পর বাবুল মিয়া মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

এম জি