সৃজিত প্রসঙ্গে মুখ খুললেন জয়া
প্রকাশ: ২০১৬-০৪-১২ ১৬:৩৫:২০
টালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে জনপ্রিয় মডেল, অভিনেত্রী জয়া আহসান নাকি রাজকাহিনীর নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।
এই প্রসঙ্গে জয়া বলেন, এসব কথা শুনলে আগে হাসি পেত। তবে এখন আর হাসি পায় না। কলকাতায় গসিপ বোধ হয় একটু বেশিই চলে। আমি বিরক্ত। গুজব নিয়ে কোনও আলোচনাই করতে চাই না।
তবে পরিচালক সৃজিতকে আমি সত্যি পছন্দ করি। যেমন পছন্দ করি আরও অনেককে। অরিন্দম শীলের কাছে আমি কৃতজ্ঞ। কলকাতায় অভিনয় করার প্রথম সুযোগ অরিন্দমই করে দিয়েছিলেন। কৃতজ্ঞ ইন্দ্রনীল রায় চৌধুরীর প্রতিও। তাঁরই একটি শর্ট ফিল্মে আপাতত অভিনয় করছি। ইন্দ্রনীলের কাজ খুবই পছন্দ- বলে জানালেন জয়া।
সৃজিতের রাজকাহিনী প্রসঙ্গে জয়া বলেন, ‘রাজকাহিনি’র স্ক্রিপ্ট নিয়ে যতো উত্তেজিত ছিলাম, ছবিটা দেখে ততটা খুশি হইনি। আরও অনেক ভাল হতে পারত। অনেক ভাল জায়গা সৃজিত ফেলে দিয়েছেন।
‘রাজকাহিনি’র সংলাপ প্রসঙ্গে জয়া জানালেন, সংলাপের অধিকাংশই আমি নিজে লিখেছি। সৃজিতের সংলাপ পছন্দ হচ্ছিল না।
সানবিডি/ঢাকা/এসএস