ইহা একটি ইলিশীয় স্ট্যাটাস

প্রকাশ: ২০১৬-০৪-১২ ১৬:২৩:০৩


12308229_909201662503063_6721195065231597880_nপ্রেম ভালোবাসাঃ

-এরকম একটা খ্যাতমার্কা ছেলে তোর মতো সুন্দরীর বয়ফ্রেন্ড কি করে হলো সেটাই তো বুঝতে পারছি না!

-ও ভীষণ রোমান্টিক। আমাকে ইলিশ মাছের পেটি দিয়ে হাটুগেড়ে প্রপোজ করেছিল! এরপর না করতে পারি নি। ডায়মন্ডের রিং দিয়ে প্রপোজ করলেও ফিরিয়ে দিতাম। কিন্তু ইলিশ মাছের পেটি কি করে ফিরিয়ে দেই- তুই বল?

-ও এম জি!!! তাহলে ঠিকই আছে। এমন ছেলেই তোর জন্য পারফেক্ট। তুই অনেক লাকি! আর আমার বয়ফ্রেন্ডটার দিকে তাকা। আমাকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করেছিলো। ইলিশ থাকতে কেউ গোলাপ দিয়ে প্রপোজ করে?

বিবাহঃ

-মাশাল্লাহ ভাই, আপনার মেয়েটাকে আমাদের খুবই পছন্দ হয়েছে। আপনার আপত্তি না থাকলে আমরা বিয়ের কথাবার্তা বলতে পারি!

-না! না! আমার আর কি আপত্তি! বিয়ের কথাবার্তা শুরু করা যাক! আপনাদের কোন দাবী দাওয়া থাকলে বলেন। মেয়ের বিয়ে দিচ্ছি, আপনাদের দিকটাও তো দেখতে হবে আমাকে!

-কি যে বলেন ভাই! আমাদের কোনই দাবী দাওয়া নাই। আপনার মেয়েকেই তো পাচ্ছি। তবে আমার ছেলেটার ছোটবেলা থেকেই শখ একটু ইলিশ মাছ দিয়ে দুটো ভাত খাবে। তাও যেখানে সেখানে খাবে না,শ্বশুরের কাছে খাবে। ছেলে আমার বড়োই সৌখিন। হা হা হা..

অতঃপর মেয়ের বাবা তার জমানো সব টাকা খরচ করে একটা ইলিশ মাছ দিয়ে মেয়ের বিয়ে দিল। বিয়েতে আগত সবাই মেয়ের বাবার আভিজাত্য নিয়ে যথেষ্ট প্রশংসা করলো!

পার্টঃ

-তুই আমার সাথে টাল্টি বাল্টি করিস না। নাহলে খবর আছে। আমার বাপ কে জানিস?
-পুলিশের ডি আই জি?
-না
-RAB এর মহাপরিচালক?
-না
-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব?
-না
-এমপি?
-না
-মন্ত্রী?
-না
-তাহলে কে?
-মাছের আড়তদার। আমার বাপ ইলিশ মাছের আড়তদার!
-ও ভাই স্যরি! ভুল হয়ে গেছে। ক্ষমা করে দিস। এই কান ধরে উঠবোস করছি। আর কখনো এমন হবে না!

পৃথিবী কাপানো প্রেমের অণুকবিতাঃ
তোমার জন্য এনে দিবো সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে একশো একটি ইলিশ মাছের পোণা!

একটি রূপকথাঃ
শায়েস্তা খানের আমলে এক টাকায় আটমণ চাল পাওয়া যেত। বাঙালি রাও পহেলা বৈশাখে ইলিশ মাছ দিয়ে পান্তা খেত!

পদ্মা নদীর মাঝি যদি আবার লেখা হতোঃ

কুবের হতো কোটিপতি জেলে। তার পঙ্গু বৌয়ের চিকিৎসা হতো মাউন্ট এলিজাবেথ হসপিটালে। তার মেয়ে গোপীর বিয়ে হতো মন্ত্রীর ছেলের সাথে! সে অবসর কাটাতে নিজেই হোসেন আলীর দ্বীপ কিনে নিয়ে সেখানে জাহাজ নিয়ে চলে যেত। সাথে থাকতো লাস্যময়ী সুন্দরী কপিলা।এসব দেখে ভদ্র সমাজের মানুষেরা দীর্ঘশ্বাস ফেলে বলতো

“ঈশ্বর থাকে ঐ মৎসপল্লীতে এখানে তাহাকে খুজিয়া পাওয়া যাইবে না!”

শাহজাহান যদি বেচে থাকতোঃ
তাজমহলের নাম হতো ইলিশমহল!

এখনকার ছেলে মেয়েরা ফেসবুকে যেভাবে পার্ট নিচ্ছেঃ

আমার বাবা এতো টাকা দিয়ে ইলিশ কিনে এনেছে! আমার মা এতো টাকা দিয়ে ইলিশ কিনে এনেছে!

সে যা বোঝাতে চাচ্ছেঃ আমাদের ম্যালা টাকা।

ফেসবুক থেকে সংগৃহিত ওয়াহাব বাদশা