পাঁচ শতাংশ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-০১-১৯ ১১:৪৮:১১


বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আলামত যেন ক্রমশই দৃশ্যমান হতে শুরু করেছে। আগেভাগে জানান দিচ্ছে প্রযুক্তি খাত। এবার জানা গেল, মার্কিন প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। এর ফলে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ শতাংশ কর্মী কমে যাবে।

মাইক্রোসফটের এক অভ্যন্তরীণ এক নোটিসের মাধ্যমে কর্মী ছাঁটাইয়ের এ তথ্য জানা গেছে। ওই নোটিসে প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেছেন, ‘কোভিডের সময় গ্রাহকেরা ব্যয়ের পরিমাণ বাড়িয়েছিলেন। তবে এখন মানুষ ‘সতর্কতার নীতি’ অনুসরণ করছে। বিশ্বের অনেক অংশে মন্দা চলছে। অনেক জায়গায় (মন্দা) আসন্ন।’

কোভিডকালে প্রযুক্তি ব্যবসা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় অনেক কর্মী নিয়োগ করতে হয়েছিল এ খাতের প্রতিষ্ঠানগুলোকে। ২০২১ সালের জুন থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ৪০ হাজার নতুন কর্মী নিয়েছিল মাইক্রোসফট। ফলে প্রতিষ্ঠানটির স্থায়ী কর্মীর সংখ্যা দুই লাখ ২১ হাজারে দাঁড়িয়েছিল। এর মধ্যে ৯৯ হাজার যুক্তরাষ্ট্রের বাইরের।

গত বছর ব্যাবসার সেই গতিতে ভাটা পড়েছে। ফলে শুরু হয় কর্মী ছাঁটাই। সর্বশেষ ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া এ বছরের তৃতীয় ত্রৈমাসিকে সম্পন্ন হবে।

এম জি