ডিএসইতে লেনদেন ৪৭৪ কোটি টাকা
প্রকাশ: ২০১৬-০৪-১২ ১৬:২৭:১৫
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার ৪৭৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৬ কোটি ৪৩ লাখ টাকা বা ১৩ শতাংশ বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ৫৩ লাখ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে মূল্যসূচক বেড়েছে সামান্য। এদিন ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪০৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৭৮ পয়েন্টে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টি কোম্পানির, দর কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৬১ পয়েন্টে।
আজ সিএসইতে লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।
সানবিডি/ঢাকা/আহো