আর্মেনিয়ায় সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ১৫ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৯ ১৫:২৪:১২
আর্মেনিয়ার একটি সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ১৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে দেশটির গেঘারকুনিক প্রদেশের আজাত গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় আরও সাত সেনা আহত হয়েছেন এবং তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আর্মেনীয় প্রতিরক্ষামন্ত্রী সুরেন পাপিকিয়ান মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, সেনারা চুলায় পেট্রোল ব্যবহার করতে গেলে আগুনের সূত্রপাত হয়।
এ ঘটনায় এরই মধ্যে ওই অঞ্চলের বেশ কয়েকটি সেনাদলের দায়িত্বে থাকা জেনারেল ভাগ্রাম গ্রিগরিয়ানসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। যে সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও জেনারেল ভাগ্রাম গ্রিগরিয়ান।
আই এইচ