মেয়েলি কণ্ঠে শাহরখের প্রেম
আপডেট: ২০১৬-০৪-১২ ১৯:২৪:৫৮
দাম্পত্য জীবনের ২৪ বছর পার করেছেন শাহরুখ-গৌরী জুটি। কিন্তু গৌরীর সঙ্গে প্রেম করাটা মোটেই সহজ ছিল না কিং খানের। বাধা হয়ে সামনে ছিল গৌরীর ভাই বিক্রান্ত।
ফোন করলেই ওপাশ থেকে শোনা যেত তারই কণ্ঠ। তাই ফোনে সবসময় গৌরীর সঙ্গে মেয়েলি কণ্ঠে কথা বলতেন শাহরুখ খান।
গত সোমবার দিল্লিতে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার ‘দ্য কপিল শর্মা শো’ এর প্রথম পর্বের শুটিং করা হয়। এ শো-এর প্রথম পর্বে ফ্যান সিনেমার প্রচারের জন্য হাজির হয়েছিলেন বলিউড কিং। অনুষ্ঠানের এক পর্যায়ে কপিল শর্মা শাহরুখ খানকে মোবাইল ফোনের সেলফি নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করেন।
জবাবে শাহরুখ খান বলেন, ”বর্তমান সময়ের মতো আমাদের সময় মোবাইল ছিল না। আমরা শুধু ল্যান্ডফোন ব্যবহার করতাম। তাই যখনই আমি গৌরীর সঙ্গে কথা বলতে চাইতাম তখন আমাকে মেয়েলি কণ্ঠে কথা বলতে হতো, কারণ বেশির ভাগ সময়ই গৌরীর ভাই বিক্রান্ত ফোন রিসিভ করত।” শাহরুখ বলেন, ”আমি মেয়েলি কণ্ঠে বলতাম, ‘হ্যালো, আমি কী গৌরীর সঙ্গে কথা বলতে পারি?’ এবং সে (বিক্রান্ত) মনে করত আমি গৌরীর কোনো মেয়ে বন্ধু।
এমনকি আজ পর্যন্ত সে জানে না প্রত্যেকবার আমিই ফোন করতাম। তবে অনুষ্ঠানের এই পর্বটি দেখে সে নিশ্চয় জানতে পারবে।” ‘দ্য কপিল শর্মা শো’ দিয়ে আবারো ছোট পর্দায় ফিরছেন কপিল।
২৩ এপ্রিল ভারতীয় টিভি চ্যানেল সনিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
সানবিডি/ঢাকা/মেহেদী