জাপানে ৪১ বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-২০ ২২:৪১:৩৬
জাপানে বিগত ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণে মূল্যস্ফীতি দেখা দিয়েছে। দেশটিতে বর্তমানে চার শতাংশ মূল্যস্ফীতি বিরাজ করছে, যা বিগত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। একই সঙ্গে এই মূল্যস্ফীতি জাপানের কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যদ্বাণীর চেয়ে অন্তত দুই শতাংশ বেশি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপান বিগত ৪১ বছরে কখনোই চার শতাংশ বা তার বেশি মূল্যস্ফীতির মুখোমুখি হয়নি। দেশটিতে এই মূল্যস্ফীতি নজিরবিহীন বলা চলে। এই মূল্যস্ফীতি দেশটির কেন্দ্রীয় ব্যাংককে সুদহার কমানোর সিদ্ধান্তের বিষয়ে এক কঠোর পরিস্থিতির মুখোমুখি ঠেলে দিয়েছে।
চলতি সপ্তাহেই ব্যাংক অব জাপান (বিওজে) জানিয়েছিল, তারা খাদ্য থেকে শুরু করে জ্বালানি সবকিছুর দাম বাড়ার পরও সুদহার শূন্যের কাছাকাছি রাখবে। কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণায় দেশটির ব্যবসায়ীরা বেশ অবাকই হয়েছিলেন।
এ বিষয়ে গবেষক ডেমিয়েন থং বিবিসিকে বলেছেন, কিছু সময়ের জন্য উৎপাদক পর্যায়ে দাম খুচরা মূল্যের তুলনায় অনেক বেশি বেড়েছে। এখন কোম্পানিগুলো এই অতিরিক্ত ব্যয়ের বোঝা ভোক্তাদের কাঁধে চাপাচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, জাপানের কেন্দ্রীয় ব্যাংক শিগগিরই শূন্য সুদহার নীতি থেকে সরে আসবে।’
শুক্রবার (২০ জানুয়ারি) জাপান সরকারের প্রকাশিত তথ্যানুসারে দেখা যায়, এর আগে ১৯৮১ সালে জাপান এমন পরিস্থিতিতে পড়েছিল। সে সময় টানা নয় মাস দেশটির মূল্যস্থীতি ২ শতাংশের বেশি ছিল। তবে আশার বিষয় হলো, এই মূল্যস্ফীতির পরও জাপান বিশ্বের সবচেয়ে কম মূল্যস্ফীতির দেশগুলোর একটি।
এএ