টানা ২দিন বিদুৎবিভ্রাটে অচল জবি!

আপডেট: ২০১৬-০৪-১৩ ১০:১৬:৪৬


JNUজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) টানা ২দিন বিদুৎ না থাকায় বিশ্ববিদ্যালয়ে সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অধিকাংশ বিভাগে ক্লাস এবং পূবনির্র্ধারিত সময়সূচী অনুযায়ী পরিক্ষাগুলোও হয়নি। এছাড়া সকল ইলেকট্রনিক্স ডিভাইস বন্ধ থাকায় বিভাগের ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হয়ে উঠেনি। জানা যায়, গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিদুৎতের সরবরাহকারী ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়।

সে সাথে যে সব বিভাগে সূযের আলো আসে না সে সব বিভাগগুলোতে অন্ধকার নেমে আসে। অচল হয়ে পড়ে সকল ইলেকট্রনিক্স ডিভাইস । আর স্থবির হয়ে পড়ে প্রত্যেক বিভাগের অফিসের র্কাযক্রম । এছাড়াও বন্ধ ছিল জবির একমাত্র ক্যান্টিন।যার ফলে বিপাকে পড়েন ক্যন্টিননিভর শিক্ষার্থীরা ।আবার অন্যদিকে অস্বাভাবিক গরম পড়ায় ও অতি তাপমাত্রার কারনে অধিকাংশ বিভাগে ক্লাস নেওয়া সম্ভব হয়নি ।

এছাড়াও সামনে পহেলা বৈশাখ ও বাংলা নতুন বছরকে বরণ করে নিতে রাতদিন কাজ করে যাচ্ছে চারুকলার শিক্ষার্থীরা ।এই পরিস্থিতি তে তাদের কাজের গতি ঢিলেঢালা হয়ে পড়ে। ফলে চলমান কাজের প্রস্তুতির গতি স্থির হয়ে আসায় বর্ষবরণের কাজের চাপ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এই বিষয়ে চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা: আলপ্তগীন বলেন, আসন্ন পহেলা বৈশাখ উদযাপনের জন্য সকল প্রস্তুতি ও কাজের দায়ভার চারুকলা বিভাগের শিক্ষার্থীদের উপর থাকে। এ সীমিত সময়ে এত বড় প্রস্তুতি সম্পন্ন করতে তাদের রাতদিন কাজ করতে হয়।

এই দিকে প্রচন্ড গরম আবার অন্যদিকে বিদুৎ না থাকায় শিক্ষার্থীদের ভোগতে হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধান করা উচিত। এই পরিস্থিতিতে ক্লাস নিতে গিয়ে আইন বিভাগের মোঃ শহিদুল ইসলাম নামে এক শিক্ষক বলেন, এমনিতে শিক্ষার্থীদের ক্লাস নিতে গেলে অনেক এর্নাজি প্রয়োজন। কারণ দাঁড়িয়ে টানা দেড় ঘন্টা ক্লাস নেওয়া অনেক কষ্টের । অন্যদিকে এ ভেঁপসা গরম ও তার মাঝে আবার বিদুৎ নাই। বিষয়টি খুবই দু:খজনক ।

সরেজমিনে দেখা যায়, অধিকাংশ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ও কমকর্তা-কর্মচারী প্রচন্ড গরম ও বিদুৎ না থাকায় তারা স্ব-স্ব বিভাগ থেকে বের হয়ে বাহিরে অবস্থান করেছেন। এই বিষয়ে জবির প্রকৌশলী সুকুমার সাহা বিষয়টি অস্বীকার করে বলেন, বিদুৎ না থাকাতে তেমন কোন সমস্যা দেখা যায়নি একঘন্টা পর পর জেনেরেটার মাধ্যমে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হচ্ছে। অথচ বাস্তবে কোথাও বিদুৎ ছিল না। গতকাল থেকে ট্রান্সফরমার নষ্ট হয় হয়ে আছে কখন ঠিক হবে জানি না তবে কাজ চলছে।

সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস