অনিয়মের অভিযোগে সিরি-আ’য় তিন থেকে ১০ নম্বরে জুভেন্টাস
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৩-০১-২১ ১২:৪৫:৩১
দলবদলের অভিযোগ এবং অর্থ নিয়ে মিথ্যাচারের অভিযোগে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে লিগ থেকে ১৫ পয়েন্ট জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। যার কারণে টেবিলের তিন থেকে ১০ নম্বরে নেমে গেছে তারা।
আর্থিক হিসাব-নিকাশকে কৃত্রিমভাবে সমৃদ্ধ করতে জুভেন্টাস ফেডারেশনের কাছে দলবদল নিয়ে মিথ্যাচার করেছে বলে দাবি করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। যদিও এমন শাস্তির বিপক্ষে আদালতে আবেদন করতে পারবে ক্লাবটি।
এ নিয়ে ক্লাবটির আইনজীবী বলেছেন, ‘আমরা এটিকে লাখো ভক্তের প্রতি হওয়া অবিচার বলে মনে করছি। আমরা আশা করছি, এটি শিগগিরই আদালতের মাধ্যমে ঠিক করা হবে।’
এদিকে গত বছরের নভেম্বরে বোর্ডের দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন ক্লাবের সভাপতি আন্দ্রে আগনেল্লি ও সহসভাপতি পাভেল নেদভেদ। ইতালিয়ান ফুটবল ফেডারেশন এই দুজনের ওপর যথাক্রমে ২৪ মাস ও ৮ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন।
এদিকে খারাপ সময় পার করে মাত্র নিজেদের গুছিয়ে নিয়েছিল জুভেন্টাস। টানা ৮ জয়ে লিগ টেবিলের তিনে উঠে এসেছিল আলেগ্রির দল। তবে গত লিগ ম্যাচে নাপোলির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর এবার লিগ পয়েন্ট থেকে ১৫ পয়েন্ট কেটে নেয়ায় বড় বিপদেই পড়ল তুরিনের বুড়িরা। যদি আদালতে সবকিছু ঠিক না হয়, তবে সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছে না জুভেন্টাসের তা নিশ্চিত।
এম জি