ঢাকায় গৌতম ঘোষ ও প্রসেনজিৎ

প্রকাশ: ২০১৬-০৪-১৩ ১৩:০৫:৪৫


Proshenjitঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শঙ্খচিল’-এর প্রিমিয়ার শো। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শিত হয়। গৌতম ঘোষ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন কলকাতার নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলাদেশের মামুনুর রশিদ, কুসুম শিকদার, সাঁঝবাতি, শাহেদ আলী, রিয়াজ মাহমুদ জুয়েল প্রমুখ। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, প্রসেনজিৎ, কুসুম শিকদার, সাঝঁবাতি, বুড়ি আলী প্রমুখ।

আজ সকালের ফ্লাইটে ঢাকায় পৌঁছান গৌতম ঘোষ ও প্রসেনজিৎ। প্রিমিয়ার শোর আগে দুপুরে ঢাকার চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে যোগ দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মামুনুর রশিদ, কুসম শিকদার, ফেরদৌস আরা ও সাঝঁবাতি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন প্রসেনজিৎসহ ছবির শিল্পীরা।

এক প্রশ্নের উত্তরে মামুনুর রশিদ বলেন, ‘ছবি মুক্তির আগে ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্রের সেরা বাংলা ছবির পুরস্কার জিতেছে ‘শঙ্খচিল’। এটা অনেক আনন্দের খবর এবং এ পুরস্কারের অংশীদার আমরা সবাই। আশা করছি, শঙ্খচিল  দুই বাংলার দর্শকদের হৃদয় স্পর্শ করবে।’

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘আমি বলব, শঙ্খচিল আমার সেরা ১০টি ছবির মধ্যে একটি। ছবিটিতে কাজ করে ভীষণ ভালো লেগেছে। ছবিতে আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছে সাঁঝবাতি। ওকে আমি এখন নিজের মেয়েই মনে করি। কুসুম শিকদার অনেক ভালো অভিনয় করেছেন।  শুটিংয়ের সময় আমরা সবাই আড্ডা দিয়েছি। মামুন ভাইয়ের সঙ্গে আড্ডা দেওয়ার মজা অন্যরকম ছিল।’

কুসুম শিকদার বলেন, ‘প্রসেনজিৎ দাদার সঙ্গে কাজ করতে পেরে ভীষণ আনন্দ হয়েছে আমার। শুটিংয়ের আগে আমাকে প্রসেনজিৎ দাদা বলেছিলেন, ‘আমি তোমাকে তুমি করে বলতে পারব না, তুই করে বলব।’  শুটিং চলাকালীন দাদার সহেযাগিতার কথা আমার সারা জীবন মনে থাকবে।’

সাঁঝবাতি বলেন, ‘আমার খুব ভালো লেগেছে শঙ্খচিলে অভিনয় করে। প্রসেনজিৎ আংকেল আমার অনেক যত্ন নিয়েছেন। আমাকে মেয়ের মতোই আদর করেন তিনি। এ ছাড়া আমার মা বুড়ি আলী সারাক্ষণ আমার পাশে ছিলেন।’

যৌথ প্রযোজনার ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন হাবিবুর রহমান খান, ফরিদুর রেজা সাগর ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সানবিডি/ঢাকা/এসএস