ইসলামিক ফাইন্যান্সের পর্ষদ সভা ২১ এপ্রিল

প্রকাশ: ২০১৬-০৪-১৩ ১৭:২৬:৪৮


Islamic-finance-and-investment-limited-logo-600x371ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২১ এপ্রিল। ওই দিন বিকেল ৩টায় এ সভা হবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে আরও জানা গেছে, বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।

প্রসঙ্গত, চলতি মাসের ৭ এপ্রিল এ কোম্পানির পর্ষদ সভা হওয়ার কথা ছিল। অনিবার্যকারণে ওইদিন সভাটি স্থগিত করা হয়।

কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি করবে।

উল্লেখ, ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছেল। এর মধ্যে ৮ শতাংশ নগদ এবং বাকী ৪ শতাংশ বোনাস লভ্যাংশ। আলোচিত বছরে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ১ টাকা ৬৬ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু  (এনএভি) হয়েছিল ১২ টাকা ৯৮ পয়সা।