দর বৃদ্ধির শীর্ষে মনোস্পুল পেপার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-২৩ ১৫:৫১:২৩
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩১৯ বারে ২ লাখ ৯০ হাজার ৬৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫১ শতাংশ । কোম্পানিটি ৪ হাজার ৯১৪ বারে ৩ লাখ ২২ হাজার ৫০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ২৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা জেমিনি সি ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ২২৫ বারে ৪ লাখ ১৭ হাজার ৩৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৫০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ঢাকা ইন্স্যুরেন্সের ৬.৮১ শতাংশ, মুন্নু এগ্রোর ৫.৯২ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.৯৯ শতাংশ, কহিনুর ক্যামিক্যালসের ৪.৬৯ শতাংশ, বিকন ফার্মার ৪.৬৪ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৪.২৯ শতাংশ এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের লিমিটেডের ৪.০১ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস