খুবিসাসের সভাপতি রেজওয়ান, সম্পাদক যায়েদ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-২৩ ১৫:৪১:২৮
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেজওয়ান আহম্মেদ সভাপতি ও ডিবিসি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি যায়েদ বিন ছিদ্দিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনে সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার তালুকদার রাসেল মাহমুদ এ কমিটি ঘোষণা করেন।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাফায়াত হোসেন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফারজানা তাসনিম পিংকি।
১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে ঢাকা টাইমসের জান্নাতুল ফেরদৌস মীম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিডি সমাচার 24.কমের তানজীম তালহা, সাংগঠনিক সম্পাদক পদে নয়া শতাব্দীর একরামুল হক, অর্থ সম্পাদক পদে চ্যানেল 24′ এর মুহিব্বুল্লাহ, দপ্তর সম্পাদক পদে দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রাণ প্রতিম কুন্ডু , প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ট্রিবিউন নিউজ বিডি. কমের সুমাইয়া আক্তার।
এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত আমার সংবাদের আমিনুর রহমান, কিংস নিউজ 24 এর নাইমুর রহমান এবং পল্লী নিউজের তানভীর হাসান তন্ময়।
এম জি