চার দিন ধরে হাসপাতালে ভর্তি পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-২৩ ১৮:২১:১৩
ঠান্ডা জনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তারের পরামর্শে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মাসুম বিল্লাহ।
সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে মাসুম বিল্লাহ জানান, কয়েকদিন আগে স্যারের (পরিকল্পনামন্ত্রী) ঠান্ডা লাগছিল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন। এখন তিনি ভালো আছেন বলেও জানান মন্ত্রীর সহকারী একান্ত সচিব।
মাসুম বিল্লাহ জানান, এলাকায় গিয়ে স্যারের ঠান্ডা লেগেছিল। সেই ঠান্ডাই আছে। চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে।
হাসপাতাল থেকে কবে ছাড়া হবে এ বিষয়ে তিনি জানান, স্যারের অবস্থা এখন অনেকটা ভালো। খুব সিরিয়াস কিছু হয়নি। স্যার বাসায় চলে যেতে চাচ্ছিলেন। কিন্তু চিকিৎসকরা আরও দুই-একদিন হাসপাতলে বিশ্রামে থাকতে বলেছেন। বাসায় গেলে তিনি বিভিন্ন প্রোগ্রামে যাবেন এ কারণে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত হাসপতালে থাকতে বলেছেন।
আই এইচ