জামায়াতকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার

প্রকাশ: ২০১৬-০৪-১৪ ১২:৩২:২৬


1460614096জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রীর বরাত দিয়ে ভারতীয় দৈনিক ‘দ্য হিন্দু’ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
বুধবার নিজ কার্যালয়ে কয়েকজন আন্তর্জাতিক সাংবাদিকের সঙ্গে বৈঠকে শাহরিয়ার আলম বলেন, জামায়াত পুরোপুরি একটি সন্ত্রাসী সংগঠন এবং বিএনপি আধা-সন্ত্রাসী সংগঠন,  যার সঙ্গে জামায়াতের জোট রয়েছে। বিএনপির সংস্কার প্রয়োজন। তবে জামায়াতকে নিষিদ্ধ করা জরুরি। সর্বোপরি, জামায়াতের মতো সন্ত্রাসী সংগঠনকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পালন করতে দেয়া হবে না।
নির্বাচন কমিশন জামায়াতের নির্বাচনে অংশ নেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের জামায়াতে ভূমিকা নিয়ে আমরা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের দিকে তাকিয়ে আছি এবং এরপর আমরা সামনে এগিয়ে যাব।
গত কয়েক বছরে বাংলাদেশে জঙ্গি তত্পরতা বেড়েছে এবং গত ৬ এপ্রিল নাজিমুদ্দিন সামাদ হত্যার পর সারা দেশে পহেলা বৈশাখ সামনে রেখে উদ্বিগ্ন পরিবেশ সৃষ্টি হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের নেতৃত্বাধীন বৈশ্বিক সন্ত্রাসবিরোধী জোটের সদস্য বাংলাদেশ সন্ত্রাসবাদকে পরাজিত করতে চায়। ‘ইসলামিক বিশ্বে উত্তেজনা’ ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ মোকাবিলায় ব্যর্থতার আরেকটি কারণ বলে উল্লেখ করেছেন তিনি।
শাহরিয়ার আলম বলেন, ধর্মনিরপেক্ষতার প্রতি আমাদের অঙ্গীকার বাংলাদেশের ভিত্তি স্তম্ভ, যা বাইরে থেকে বোঝা যাবে না। আগে বাংলাদেশের অনন্য পরিস্থিতি সম্পর্কে ধারণা থাকতে হবে।