প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১

প্রকাশ: ২০১৬-০৪-১৪ ১৮:২৯:০৫


savar_109338সাভারের একটি সিএনজি স্টেশনে গ্যাস প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে শামীম নামে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকার ডেল্টা সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের শামীম সিএনজি স্টেশনের অপারেটর।

জানা গেছে, বিকালে একটি প্রাইভেটকারে গ্যাস দিচ্ছিলেন সিএনজি স্টেশনের অপারেটর শামীম। এসময় হঠাৎ করে বিকট শব্দে প্রাইভেটকারের সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই শামীম নিহত এবং চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গণস্বাস্থ্য মেডিকেল হাসপাতালে ভর্তি করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো