পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৪-১৪ ১৮:৫৮:৪৪
পহেলা বৈশাখে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটায় পানিতে ডুবে দুই ভাই-বোনের হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার যুগীপুকুরিয়া গ্রামের চাচাতো ভাই-বোন শরিফুল ইসলামের পুত্র নাঈম হোসেন(৩) ও সাইফুল ইসলামের কন্যা শুভা(৪) এক সাথে খেলা করছিল। এক পর্যায়ে তাদেরকে বাড়িতে না দেখতে পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করতে থাকে।
খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পানিতে ২ ভাই-বোনের মৃত্যু দেহ ভেসে থাকতে দেখা যায়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে জানতে পারে তারা উভয়ই আপন চাচাতো ভাই-বোন।
একই পরিবারের দুই ভাইয়ের দু’সন্তানের করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সানবিডি/ঢাকা/মামুন/আহো